Your shopping cart is empty!
উনবিংশ শতকের বাংলা উপন্যাসে বিষয়ে-রীতিতে যে সময় বঙ্কিমী প্রভাবই ছিল মুখ্য সেই একই সময়ে বাংলা উপন্যাসের জগতে একেবারে নতুন কিছু উপাদান যোগ করেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আবার ছোটগল্পের যথার্থ রূপের অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা চলেছে যে কালে সেই কালেরই লেখক হয়ে এ ব্যাপারে ত্রৈলোক্যনাথ থেকেছেন নিস্পৃহ। তিনি ধরে রাখতে চেয়েছেন মুখে মুখে গল্প বলার প্রাচীন বৈঠকী রীতি। ত্রৈলোক্যনাথের জীবনকাহিনী আলোচিত। কিন্তু বাংলা গল্প-উপন্যাসের ক্ষেত্রে কোথায় তাঁর অনন্যতা সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার অবকাশ ছিল। এই গ্রন্থে মানসী ত্রৈলোক্যনাথের কথাসাহিত্যের বিভিন্ন দিকের বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে তাঁর সাহিত্যের বিশিষ্টতা, অভিনবত্ব এবং আধুনিক যুগেও ত্রৈলোক্যনাথের রচনাগুলির প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেছেন।